যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় শনিবার যশোর জেলার যে পাঁচজনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। তারা সবাই যশোর শহর সদরের বাসিন্দা।
শনাক্তরা হলেন, আরবপুরের মো. লুৎফর (৫৫), জেনারেল হাসপাতালের মর্জিনা খাতুন (৫৪) ও অলকারানি বড়ুয়া (৫২), পুলিশ লাইনের মাহবুবুর রহমান (৫৩) এবং রেল রোডের সেলিনা (৫২)।
করোনাভাইরাসের শুরু থেকেই শহরের বাসিন্দারা বেশি আক্রান্ত হচ্ছেন। গেল কয়েক মাসে যশোরে যেসব মানুষের দেহে করোনা শনাক্ত হচ্ছে, তাদের বেশিরভাগই যশোর শহরের বাসিন্দা । শীতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।