আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৫২

শার্শা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল গাজাসহ আটক -০১

যশোরের শার্শার শিকারপুর সীমান্তে অভিযান চালিয়ে ২৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২৪ কেজি গাঁজাসহ মোহাম্মদ আলী (২৫) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে সীমান্তের নারিকেলবাড়িয়া গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী আলী বেনাপোলের শাখারীপোতা গ্রামের হান্নান মিয়ার ছেলে।
যশোর ৪৯’বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিকারপুর ক্যাম্পের হাবিলদার সাইবুর এর নেতৃত্বে নারিকেলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত