আজ - শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১১:৩৯

শাহজালালে প্রায় ৭ কেজি সোনাসহ এক নারী গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি ৮শ গ্রাম ওজনের ৫৯ পিস  সোনার বারসহ এক মার্কিন পাসপোর্টধারী নারীকে (প্রবাসী যাত্রী)  গ্রেফতার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট। গ্রেফতারকৃতের নাম  শাহানাজ চৌধুরী (৫৫)। তার পাসপোর্ট নং- ৬৪৬৪২৭৯২৭।  আটককৃত সোনার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
আজ মঙ্গলবার সকালে  ঢাকা কাস্টম হাউস প্রিভেনটিভ টীমের  ডেপুটি কমিশনার মো. সানোয়ারুল কবীর বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৮ টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২)  উড়োজাহাজটি  শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানের যাত্রী ছিল শাহানাজ চৌধুরী।  এরপর বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে তাকে আটক করা হয়।  তার কাছ থেকে কালো রঙয়ের দু’টি বেল্ড এর ভেতরে রক্ষিত অবস্থায় ৫৯ পিস সোনারবার পাওয়া যায়। যার ওজন ৬ কেজি ৮০০ গ্রাম। শাহনাজ চৌধুরী দুবাই ট্রানজিট হয়ে আমেরিকা থেকে ঢাকায় আসেন।
তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় দু’টি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত