আজ - শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৮:২৭

সিএমএইচে ভর্তি বেগম রওশন এরশাদ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির নেতা বেগম রওশন এরশাদ অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত সিএমএইচ’এ নেওয়া হয়।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে রওশন এরশাদের ব্যক্তিগত সহকারি মামুন হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রচণ্ড গরমে রওশন এরশাদের শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এছাড়া তার গ্যাসের সমস্যাও দেখা দেয়। হাসপাতালে নেওয়ার পরে তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।

মামুন আরও বলেন, রওশন এরশাদ বর্তমানে সুস্থ আছেন। খুব সম্ভব আজ (শুক্রবার) সিএমএইচ থেকে বাসায় ফিরবেন তিনি।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘তাকে (রওশন এরশাদকে) সিএমএইচে ভর্তি করা হয়েছে বলে শুনেছি।’

সাবেক মহাসচিব রুহুল আমীন হাওলাদার রাত সাড়ে ১২টার দিকে বলেন, ‘তিনি (রওশন এরশাদ) সিএমএইচে নিয়মিত চিকিৎসা গ্রহণ করেন। নিয়মিত সেখানে যান।’

আরো সংবাদ