আজ - মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:০৭

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিশেষ অভিযান, নিহত ১২

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিশেষ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নারী ও ৭ শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে রয়টার্স। জানা যায়, আজ বৃহস্পতিবার তুরস্কের সীমান্তবর্তী ইদলিব প্রদেশে অভিযানটি পরিচালনা করা হয়।

ঘনবসতির ওই অঞ্চলটিতে যুদ্ধ চলাকালে ঘর হারানো বহু মানুষ আশ্রয় নেয়। আর সেখানেই বিশেষ অভিযানটি চালালো মার্কিন বাহিনী। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হামলার পর গ্রামে বেশ কিছু মরদেহ বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তবে পেন্টাগন অভিযান সফল দাবি করে, সেখানে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি জানায়।

আরো সংবাদ