আজ - রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৩:৩৪

সিলেট-চট্টগ্রাম রুটে আজ থেকে ফ্লাইট চালু

বাংলাদেশের আভ্যন্তরীণ রুটে প্রথমবারের মতো সিলেট-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে আজ। সিলেট বিমানবন্দর থেকে বুধবার  বেলা ১.২৫টায় চট্রগ্রামের উদ্দেশে বিমানের একটি ফ্লাইট ছেড়ে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের ব্যবস্হাপক মোঃ ফারুক আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিনে বাংলাদেশের ঐতিহ্যবাহী দুই অঞ্চল সিলেট-চট্টগ্রাম রুটে সারাসরি বিমানের ফ্লাইট চালু হতে যাচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।

প্রথমবারের মতো সিলেট-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালু উপলক্ষে আজ যাত্রীদের জন্য ১৭% ছাড় ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে সিলেট ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৪ হাজার ২শ’ টাকা। আর রিটার্ন ভাড়া ৮ হাজার ৪শ’ টাকা। তবে তারিখ ও আসন খালি থাকার ওপর এ ভাড়া নির্ভর করবে।এর পর থেকে প্রতি সপ্তাহে সিলেট থেকে দুই দিন ও চট্টগ্রাম থেকে সিলেট রুটে দুই দিন বিমানের ফ্লাইট চলাচল করবে। সিলেট থেকে প্রতি সপ্তাহের রবি ও বৃহস্পতিবার চট্রগ্রাম উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে মঙ্গল ও বৃহস্পতিবার সিলেটের উদ্দেশে সরাসরি বিমানের ফ্লাইট চলাচল করবে।উল্লেখ্য, সিলেট-চট্রগ্রাম, সিলেট-কক্সবাজার রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালুর জন্য সিলেটবাসী ও ব্যবসায়ীদের সংগঠন সিলেট চেম্ববার অব কমার্স দীর্ঘদিন যাবত সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল।ইতোপূর্বে সিলেট-কক্সবাজার রুটে সপ্তাহে দুই দিন বিমানের সরাসরি ফ্লাইট চালু হয়েছে। আর আজ ১৭ মার্চ থেকে সিলেট-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। দেশের আভ্যন্তরীণ এই দুই রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ফলে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও শিল্প খাতের বিকাশে নতুন দ্বার উন্মোচিত হলো।

আরো সংবাদ