আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:২৩

সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত

সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৩০ জন।

শুক্রবার রাতে দেশটির রাজধানী মোগাদিসুতে লুল ইয়ামেনি নামে একটি রেস্তোরাঁর বাইরে এই ঘটনা ঘটে। খবর আলজাজিরার। 

এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থল ধোঁয়ায় ভরে যায় এবং নির্বিচারে গুলিবর্ষণ শুরু হয়। 

স্থানীয় আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রতিষ্ঠাতা ডা. আবদুলকাদির আদেন জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ২০টি লাশ উদ্ধার করেছেন তারা। এছাড়া কমপক্ষে ৩০ জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মোগাদিসুর পুলিশ কর্মকর্তা সাদিক আলী আদান এই হামলার জন্য আল শাবাব বিদ্রোহীদের দায়ী করেছেন। তিনি জানান, গত বছরও লুল ইয়ামেনি রেস্তোরাঁয় হামলার ঘটনা ঘটে। 

তিনি বলেন, বিস্ফোরণে রেস্তোরাঁর পাশের একটি ভবন বিধ্বস্ত হয়েছে। আর হামলার ঘটনাটি ঘটেছে রাতের খাবারের সময়। একারণে রেস্তোরাঁটি মানুষে পূর্ণ ছিল। 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->