মিয়ানমারের ব্রিটিশ ঔপনিবেশিক যুগের দাপ্তরিক গোপনীয়তা আইনে অভিযোগ আনা হয়েছে দেশটির ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির বিরুদ্ধে। এটি অভিযোগ প্রমাণত হলে ১৪ বছর জেল হতে পারে সামরিক জান্তার হাতে বন্দি এই নেতার।
বৃহস্পতিবার সু চির বিরুদ্ধে নতুন অভিযোগ আনার বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী। এ নিয়ে মিয়ানমারের ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির প্রধানের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনল মিয়ানমারের সেরা সরকার।
গত মাসের শুরুর দিকে সু চির বিরুদ্ধে ঔপনিবেশিক আমলের দণ্ডবিধির এক ধারায় অভিযোগ আনা হয়, যাতে ভীতি বা শঙ্কা সৃষ্টি অথবা জনগণের শান্তি বিঘ্ন হওয়ার মতো তথ্যের প্রকাশ নিষিদ্ধের কথা উল্লেখ করা হয়। এ ছাড়া ওই সময় টেলিযোগাযোগ আইনে আরেকটি অভিযোগ আনা হয় শান্তিতে নোবেলজয়ী সু চির বিরুদ্ধে।