আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৯:৫৮

১৫ ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বিদ্রোহী ১০, নৌকা ৫

ঝিনাইদহের ১৫ টি ইউনিয়নে বিদ্রোহী ১০ ও নৌকার ৫ প্রার্থী চেয়ারম্যান নির্বাচীত হয়েছে । বেসকারী ফলাফলে ১০টিতে বিদ্রোহী প্রার্থী ও ৫ টিতে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন। নির্বাচনে সাধুহাটী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কাজী মোঃ নাজির উদ্দীন(মোটরসাইকেল) বিদ্রোহী প্রার্থী, মধুহাটী ইউনিয়নে মোঃ আলতাফ হোসেন (মোটরসাইকেল) বিদ্রোহী প্রার্থী,

সাগান্না ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক (নৌকা), হলিধানী ইউনিয়নে এডভোকেট এনামুল হক নিলু(আনারস) বিদ্রোহী প্রার্থী, কুমড়াবাড়িয়া ইউনিয়নে সিরাজুল করিম(মোটরসাইকেল) বিদ্রোহী প্রার্থী,

গান্না ইউনিয়নে আতিকুল হাসান মাসুম (নৌকা), মাহারাজপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মিঞা (চশমা) বিদ্রোহী প্রার্থী, পোড়াহাটী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ (নৌকা), হরিশংকরপুর ইউনিয়নে ফারুকুজ্জামান ফরিদ(আনারস) বিদ্রোহী প্রার্থী,

পদ্মাকর ইউনিয়নে বিকাশ বিশ্বাস(মোটরসাইকেল) বিদ্রোহী প্রার্থী, দোগাছি ইউনিয়নে গোলাম কিবরিয়া কাজল (মোটরসাইকেল) বিদ্রোহী প্রার্থী, ফুরসন্দি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শিকদার শহিদুল ইসলাম(নৌকা),

ঘোড়াশাল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন (নৌকা), কালীচরণপুর ইউনিয়নে জাহাঙ্গীর আলম (আনারস) বিদ্রোহী প্রার্থী ও নলডাঙ্গা ইউনিয়নে সাইফুল আলম খান রিপন(আনারস) বিদ্রোহী প্রার্থী বেসরকারী ভাবে নির্বাচিত হন।

ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার মোহাঃ আঃ ছালেক জানান, নির্বাচনে চেয়ারম্যানের ১৫ টি পদে ৭২ জন, সাধারন সদস্যের ১’শ ৩৫ পদে ৪’শ ৯৫ জন ও সংরক্ষিত মহিলা আসনের ৪৫টি পদের বিপরীতে ১’শ ৪৮ জন প্রতিদ্বন্দিতা করেন। ১৫ টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ছিল ১’শ ৪৮টি।

স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ৮’শ ১০টি ভোট কক্ষে ভোট গ্রহন করা হয়। ১৫ টি ইউনিয়নে মোট ভোটার হচ্ছে ২ লাখ ৫৩ হাজার ৫’শ জন। এর মেধ্য পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৬’শ ৮৮ ও মহিলা ভোটার ১ লাখ ২৫ হাজার ৮’শ ১২ জন।নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থানে ছিল।

ভোট কেন্দ্রে কোন রকম হঠকারীতা ও অনিয়ম রোধে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। গোয়েন্দা জরিপের মাধ্যমে ঝুকিপুর্ন কেন্দ্র চিহ্নিত করে সেখানে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা।

আরো সংবাদ