আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১১:০৯

২০ হাজার আফগান শরণার্থী নেবে কানাডা

তালেবান হামলায় চরম নিরপিত্তাহীনতায় থাকা ২০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেবে বলে ঘোষণা দিয়েছেন কানাডা। কানাডার অভিবাসনমন্ত্রী মার্কো মেনডিসিনো এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।

নারীনেত্রী, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও নিপীড়নের শিকার সংখ্যালঘু সম্প্রদায়কে কানাডায় যাদের আশ্রয় দেওয়া হবে।

মার্কো মেনডিসিনো বলেন, আফগানিস্তানে কানাডা সরকারের হয়ে কাজ করেছেন—এমন দোভাষী, দূতাবাসের কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের কানাডায় বসবাসের সুযোগ দেওয়ার পদক্ষেপ আগেই নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার নতুন এ সিদ্ধান্ত নেওয়া হলো।

কবে থেকে এই নির্দেশ কার্যকর হবে, সে সম্পর্কে কিছু জানাননি তিনি। আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে মার্কো মেনডিসিনো বলেন, দিন দিন আফগানিস্তানের একের পর এক এলাকা দখলে নিচ্ছে তালেবান। এর জের ধরে দেশটির অনেক বাসিন্দার জীবন হুমকির মুখে পড়ছে।

মার্কো মেনডিসিনো বলেন, আফগানিস্তানে চলমান সহিংস পরিস্থিতিতে যারা ঝুঁকিতে রয়েছেন, তারাই আপাতত বসবাসের সুযোগ পাবেন।

আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীকে সহায়তাকারী দেশটির দোভাষীসহ অন্য ব্যক্তিদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের যেসব আফগান সহায়তা করেছেন, পরিবারসহ তাদের সরিয়ে নেওয়া হবে বলে জানায় মার্কিন সরকার।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর দেশটিতে একের পর এক এলাকা দখল করছে তালেবান বাহিনী।

আরো সংবাদ