আজ - সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৫:৩৪

২৬ মে খুলনা উপকূলে আঘাত হানতে পারে:ঘূর্ণিঝড় ইয়াস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঝূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরবর্তীতে এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে নাগাদ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছতে পারে।

শুক্রবার (২১ মে) আবহাওয়া অধিদফতর ঘূর্ণিঝড় সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বাংলাদেশ-ভারতের দিকে ধেয়ে আসতে যাওয়া এই ঘূর্ণিঝড়ের নাম ইয়াস (Yass)। এর নামকরণ করেছে ওমান।

তিনি আরও জানান, শনি (২২ মে) বা রোববার (২৩ মে) লঘুচাপটি তৈরি হতে পারে। তারপর এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা আছে। ২৭ বা ২৮ মে এটা বাংলাদেশ-ভারতে আঘাত করতে পারে।

তিনি আরও জানান, শনি (২২ মে) বা রোববার (২৩ মে) লঘুচাপটি তৈরি হতে পারে। তারপর এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা আছে। ২৭ বা ২৮ মে এটা বাংলাদেশ-ভারতে আঘাত করতে পারে।

আরো সংবাদ