করোনা পরীক্ষা জালিয়াতিসহ নানা অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে অবৈধ অস্ত্র রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷
ঢাকা মহানগর ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ সোমবার এ রায় ঘোষণা করেন বলে বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বলেন, সাহেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে উত্তরা পশ্চিম থানার এই অস্ত্র আইনের মামলার রায়ই প্রথম এলো৷
অস্ত্র আইনের দুটি ধারায় আদালত সাজা ঘোষণা করেছে৷ এ আইনের ১৯ (এ) ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আরেকটি ধারায় সাহেদকে সাত বছরের জেল দেয়া হয়েছে৷ সাজা দুটি একসাথে কার্যকর হবে বলে এ ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডই প্রযোজ্য হবে৷
করোনা ভাইরাসের শুরুর দিকে রিজেন্ট হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা প্রতারণার ঘটনায় দেশজুড়ে আলোচনায় আসেন সাহেদ৷ এ বিষয়ে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার প্রেক্ষিতে গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷