আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৪৬

করোনার ভয় নাই – মানুষের মাঝে

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। আনন্দ, উচ্ছ্বাসে চোখে ভাসে গ্রামের চেনা পথ, চেনা মুখ, বৃষ্টি…। সেইসঙ্গেপথে ভোগান্তি, ঈদকে কেন্দ্র করে প্রতারক চক্রের দৌরাত্ম্য, সড়কে দুর্ভোগ, গাড়ির জ্যাম, সড়ক ও নৌ-দুর্ঘটনা, সংক্রমণের ঝুঁকি। তা সত্ত্বেওনিয়ে নাড়ির টানে বাড়ি যেতে মঙ্গলবার (১৯ জুলাই) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ বাড়তে থাকে। যাত্রীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষদের। শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে অতিরিক্তপুলিশ। রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে ছোট-বড় যানবাহনে চড়ে পায়ে হেটে যাত্রী শিমুলিয়া ঘাটে উপস্থিত হয়ে নৌরুটে লঞ্চ ও ফেরিতে পদ্মা পাড়ি দিচ্ছে হাজার হাজার মানুষ। এসব সাধারণ যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে সড়কে নেমেছে অতিরিক্ত যানবাহন। ফেরিঘাটে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। লঞ্চ ঘাটে দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়। ঘাটে ফেরি ও লঞ্চভিড়তেই হুড়মুড় করে তাতে পাল্লা দিয়ে উঠছেন শত শত ঘরমুখো মানুষ। সেখানে নেই বিন্দুমাত্র সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধির বালাই। ফেরিতে সকাল থেকে ব্যক্তিগত গাড়ি ওমোটরসাইকেলের অতিরিক্ত চাপ দেখা গেছে

আরো সংবাদ