আজ - সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৮:১৯

সাতক্ষীরা একই পরিবারের চারজনকে হত্যা করার কারন কি? রিমান্ডে জবানবন্দি

যশোর প্রতিনিধিঃ ১৫ অক্টোবর ভোররাতে সাতক্ষীরা কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে শাহিনুর, তার স্ত্রী সাবিনা খাতুন ও তাদের দুই সন্তানকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শাহিনুরের ভাই রায়হানুলকে গ্রেপ্তার করে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করে সিআইডি পুলিশ।

পারিবারিক কলহের জেরে একাই ভাই-ভাবী ও তাদের দুই সন্তানকে হত্যা করেছেন রায়হানুল। সাতক্ষীরার কলারোয়ার আলোচিত ৪ খুনের ঘটনায় সিআইডির কাছে রিমান্ডে এমন তথ্য দিয়েছেন তিনি।

বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে সিআইডির খুলনা বিভাগীয় অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, রায়হানুল বেকার ছিলেন। এই নিয়ে তার ভাই শাহিনুর ও ভাবী সাবিনা খাতুন গালমন্দ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাদের হত্যার সিদ্ধান্ত নেন তিনি। রাতে চিলেকোঠা দিয়ে তাদের শোবার ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেন রায়হানুল। এসময় ভাতিজা সিয়াম ও ভাতিঝি তাসনিমকে দেখে ফেলায় তাদেরকেও হত্যা করেন। তবে ৪ মাসের শিশু মারিয়া হুমকি নয় ভেবে তাকে হত্যা করেননি।

রিমান্ডে তার দেয়া তথ্যে হত্যায় ব্যবহৃত চাপাতি বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ