আজ - রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৮:২৩

শার্শায় ব্র্যাকের মানব পাচার প্রতিরোধে সভা অনুষ্ঠিত

শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নে সুশীল সমাজের অংশ গ্রহণে মানব পাচার এবং কোভিড-১৯ প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হল রুমে ব্র্যাক ডিসরাপটিং ক্রস বর্ডার ট্রাফিকিং নের্টওয়ার্কস ইন যশোর, বাংলাদেশ প্রকল্পের আওতায় চি-্রনেস ইনভেসমেন্ট ফান্ড ফাউন্ডেশন’র সহায়তায় মতবিনিময় সভায় মানব পাচারের ধারণা, সমাজে কারা পাচারের ঝুঁকিতে রয়েছে, মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন সিটিসির ভূমিকার, পাচার থেকে উদ্ধার ব্যক্তিদের পুনর্বাসনে লোকাল কমিউনিটি লিডারদের ভূমিকা, পাচারের শাস্তি বিষয়ে আলোচনা করেন ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচি যশোরের ট্রেনিং অফিসার আজিমুল হক। সহযোগিতায় ছিলেন মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি শার্শার এইচআরএলএস অফিসার জাহানারা বেগম। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান আনোয়ারা বেগম, সচিব আনিছুর রহমান, লক্ষণপুর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ শাহাজান কবীর, সাংবাদিক বিএম রুহুল কুদ্দুস শাকিল, ইউপি সদস্য মোমিনুর রহমান, আব্দুল ও ফাতেমা বেগম প্রমুখ। স্বাস্থ্যবিধি মেনে সভায় ২৫ জন অংশ গ্রহণ করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত