আজ - মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৯:৩০

মশার কয়েলে শেষ হলো কৃষকের স্বপ্ন


যশোরের শার্শা উপজেলায় দুটি গোয়াল ঘরে আগুনে কৃষক মকবুলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।এসময় গরু ও ছাগল বাঁচাতে গিয়ে গিয়ে তিনি মারাত্নক আহত হয়েছেন।

শুক্রবার (২ মার্চ) রাত ৩ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর কলোনি গ্রামে কৃষক মকবুলে বাড়িতে এ ঘটনা ঘটে। মকবুল ঐ গ্রামের ফজলুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে কৃষক মকবুল প্রতিদিনের মতো গোয়াল ঘরে মশা জন্য কয়েল জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত গভীর হলে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে গোয়ালে পড়ে থাকা খড়ে ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোয়াল ঘরটি জ্বালিয়ে বসতবাড়ির ঘর জ্বালাতে শুরু করলে এলাকাবাসী পায়।

এ সময় তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংবাদ পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোয়াল ঘরে থাকা কৃষক মকবুলের ৯ টি ছাগল ও হাঁস মুরগী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এতে ওই কৃষকের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ সময় গরু ছাগল বাঁচাতে গিয়ে আহত কৃষক মকবুল শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মকবুলের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। এজন্য সেখানকার কর্মরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০শয্যা হাসপাতালে পাঠানো হয় ।

বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে। তবে গোয়াল ঘরে মশার কয়েল থেকে এ আগুন লাগতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত