আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৯:০২

আ.লীগ জনগণের পাশেই ছিল, আছে, থাকবে – কাদের

দলের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, ‘আওয়ামী লীগ অতীতের ন্যায় জনগণের সাথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো যড়যন্ত্র করে আওয়ামী লীগকে দেশের মাটি ও জনগণের কাছ থেকে দূরে রাখতে পারবে না।’

আওয়ামী লীগ অতীতের মতো জনগণের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ শ্রদ্ধা জানায়। এরপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের অঙ্গীকার নিয়ে কাদের বলেন, ‘আজকের অঙ্গীকার মুক্তিযুদ্ধের বিরোধী এবং সম্প্রদায়িক শক্তির মূলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা।’

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকাল থেকেই আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ধানমন্ডি ৩২ নম্বরে আসেন।

আরো সংবাদ