আজ - বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৩:০৭

যশোর বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভায়ের মৃত্যু

যশোরে ঘাস কাটার মেশিনে গবাদি পশুর জন্য ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই’সহদরের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন ওই গ্রামের মৃত খেলাফাত হোসেনের ছেলে তৌহিদুর রহমান(৪৫) ও তার ছোট ভাই রুহুল আমীন(৪০)।

মৃতের চাচা রেজাউল ইসলাম সুইট জানান, বুধবার বিকালে রুহুল আমিন গবাদি পশুর জন্য ঘাস কাটছিল। এ সময় মেশিনে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই তৌহিদুর রহমানও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। সন্ধ্যায় স্বজনরা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনলে ডা. শুভাশিষ রায় সহদরকে বহনকৃত মৃত উল্লেখ করে মংনা তদন্তর জন্য লাশ মর্গে প্রেরণ করেন।

চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার অনেক আগে দুই’সহদরের মৃত্যু হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত