আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:০৫

অবরুদ্ধ ইউক্রেন নগরী থেকে লোকজনকে সরিয়ে নিতে রেডক্রসের গাড়িবহর পৌঁছেছে

রেডক্রসের একটি গাড়িবহর বুধবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝজিয়া নগরীতে পৌঁছেছে। রাশিয়ার অবরুদ্ধ করে রাখা ইউক্রেনের বন্দর নগরী মারিওপোলে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর তারা সেখানে পৌঁছালো। খবর এএফপি’র।
আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) সহযোগিতায় সাতটি বাস ও কমপক্ষে ৪০টি প্রাইভেট কার রাশিয়ার অধিকৃত বিভিন্ন এলাকা থেকে শত শত উদ্বাস্তু সরিয়ে নিতে ওই নগরীতে পৌঁছেছে। এ যুদ্ধের ছয় সপ্তাহের মধ্যে এটি হচ্ছে প্রথম সফল আন্তর্জাতিক অপসারণ।
আইসিআরসি জানায়, প্রকৃতপক্ষে সেখানে পৌঁছানো অধিকাংশ মানুষ মারিওপোল থেকে আসা। বর্তমানে নগরীটি ইউক্রেনের বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়া অধিকৃত পার্শ্ববর্তী বার্দিয়ানস্ক নগরী থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।
আইসিআরসি মুখপাত্র লুসিল মারবিয়াউ এএফপি’কে বলেন, ‘এসব মানুষ আসলেই খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে।’
‘আমরা লোকজনের কথা শুনেছি, তারা কিভাবে মারিওপোল থেকে বের হয়েছে। সেখানে বর্তমানে কোন খাবার নেই, কোন পানি নেই এবং বিদ্যুত নেই।’
আইসিআরসি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে জানায়, পাঁচশ’র বেশি উদ্বাস্তুকে জাপোরিঝঝিয়ায় আনা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত