আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:১৮

আজ থেকে কমবে শৈত্যপ্রবাহ

আগামীকাল বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি সারা দেশে হওয়ার সম্ভাবনা নেই। এমনকি পরিমাণেও খুব বেশি হবে না। এদিকে আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকেই শৈত্যপ্রবাহ কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘চলমান শৈত্যপ্রবাহ বুধবার থেকে কমে যাবে। এরপর বৃহস্পতিবার থেকে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর শনি বা রবিবার থেকে ফের রংপুর ও রাজশাহী বিভাগে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারির পর আবার তাপমাত্রা বাড়বে।’

সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আরো সংবাদ