আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:৪৫

আজ সৌরভ গাঙ্গুলী বাংলাদেশ আসছেন।

একটি ব্যাংকের প্রচারণায় অংশ নেওয়ার জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এক দিনের সফরের জন্য ঢাকায় পাড়ি জমাচ্ছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি।

এদিন তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র কাপের উদ্বোধন করবেন বলেও জানা গেছে। এছাড়া এ সফরে ভারতের এই সাবেক অধিনায়কের সঙ্গে তার স্ত্রী ডোনা গাঙ্গুলিও থাকার কথা রয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির মেয়র কাপের আয়োজকরা।

আয়োজকরা জানায়, এদিন বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ডিএনসিসি মেয়র কাপ টুর্নামেন্টের উদ্বোধন করবেন ভারতীয় ক্রিকেট দলের এই সাবেক ওপেনার। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যাংকের প্রচারণামূলক অনুষ্ঠানে যোগ দেবেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত