আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:৩৬

আজ ২৪শে আগস্ট বৃহস্পতিবার ২০১৭।রাশিফলের পূর্বাভাসে যেমন কাটতে পারে আপনার আজকের দিনটি

ভাগ্যগননা বা রাশিফল কোন সঠিক সিদ্ধান্ত বা দাবী নয়। ঠিক ঠিক এমন কিছুই ঘটবে অথবা ফলপ্রসু হবে তেমন গ্যারান্টিও দেয়না রাশিফলের পুর্বাভাস।

মনে রাখবেন, সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ। ২৩ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর বুধের প্রভাব স্পষ্ট।

আপনার শুভ সংখ্যা: ৫,১৪,২৩।

আপনার শুভ বর্ণ : সবুজ।

শুভ গ্রহ ও বার : বুধবার।

শুভ রত্ন : পান্না।

চন্দ্রের অবস্থান : আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে, রাত ১০:২৫ এ কন্যা রাশিতে গমন করবে। ২য়া তিথি রাত: ১০:২৫ পর্যন্ত পরে ৩য়া তিথি চলবে।

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল) : আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। বিদ্যার্থীদের পড়াশানায় আগ্রহ বৃদ্ধি পাবে। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের যোগ বলবান। আজ সঙ্গীত শিল্পীরা ব্যস্ত থাকতে পারেন। বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িতদের ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। বড় সন্তানের আচরন নিয়ে কিছুটা ভাবনায় পরতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) : দিনটি বৃষ রাশির জাতাক জাতিকার জন্য কিছুটা বাধাবিপত্তির। পারিবারিক পরিবেশ কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। গৃহে আত্মীয় স্বজনদের সাথে বিরোধ বা ভুলবুঝাবুঝি হতে চলেছে। পরিবারের কোনো সদস্য হটাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে। জমি ভূমি সংক্রান্ত মিমাংশার সমাধান হবে না। যানবাহন হারিয়ে যেতে পারে। কৃষি ফশল বাণিজ্যে ক্ষতির আশঙ্কা প্রবল।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) : মিথুন রাশির জাতক জাতিকারা যোগাযোগে লাভবান হবেন। মুদ্রন ও ছাপাখানার ব্যবসায় আয় উন্নতি বৃদ্ধি পাবে। ছোট ভাই বোনের বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল। আর্থিক উন্নতি আশা করা যায়। বস্ত্র ব্যবসায়ীরা বিদেশ থেকে ভালো অর্ডার পেতে পারেন। প্রতিবেশীর সাথে কোনো আর্থিক বিষয়ে আলাপ আলোচনায় অগ্রগতি হতে পারে। সিরামিক্স বা তৈজস পত্র বিক্রেতাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) : দিনটিতে কর্কট রাশির জাতক জাতিকার যোগাযোগ ভালো যাবে না। রহস্যজনক উৎস থেকে আর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বাড়ীতে শ্বশুর শ্বাশুরির আগমনের যোগ বলবান। গৃহে কোনো আপ্যায়ণের ব্যবস্থা করতে পারেন। হোটেল রেস্টুরেন্ট ও ডেইরি ব্যবসায়ীরা ভালো আয় করতে পারবেন না। খাদ্য প্রস্তুতকারকদের দিনটি ঝামেলা পূর্ণ। রপ্তাণী পণ্যের ব্যবসায় ভালো লাভের আশা করা যায়।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট) : আজ সর্বাবস্থায় ক্রোধপূর্ণ আচরন ও ভুলবুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। দিনটি বৈদেশীক কাজের পক্ষে অনুকূল। বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িতরা ভালো আয় করতে পারেন। নিজের রাগ ও জেদের উপর নিয়ন্ত্রন করুন। আজ এলার্জি জনিত রোগে বা বিষাক্ত কিটের আক্রমনে কষ্ট পেতে পারেন। বাণিজ্যিক কাজে দূরে কোথাও যেতে হবে।

কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর) : ব্যয় বৃদ্ধির যোগ প্রবল। আর্থিক অনিশ্চয়তার কারনে পরিবার পরিজনদের গ্রামে পাঠাতে পারেন। প্রাবাসীরা আজ কোনো মামলা মোকর্দ্দমা বা গ্রেফতারের সম্মূখীন হতে চলেছেন। উকিলের পেছনে ব্যয় বৃদ্ধি পাবে। দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। বিদেশ থেকে দেশে আগমনের সম্ভাবনা প্রবল। বিদ্যার্থীদের ব্যস্ততা বৃদ্ধি পাবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর) : তুলা রাশির আজ জাতক জাতিকাদের বড় ভাই-বোনের সাথে কোনো বিষয়ে বিবাদ হবার আশঙ্কা। প্রবাসী বড় ভাই বা বন্ধুর সাথে আর্থিক বিনিয়োগ নিয়ে আলোচনা হবার সম্ভাবনা। ব্যবসায়ীদের কিছু বকেয়া বিল আদায় হওয়ার ক্ষেত্রে শক্তি প্রয়োগ করতে হতে পারে। আর্থিক অনিশ্চয়তায় ভুগতে পারেন।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর ) : বৃশ্চিক রাশির জাতক জাতিকার চাকরীতে তদবির সংক্রান্ত বিষয়ে কোন রাজনৈতিক নেতা বা আমলার সাথে যোগাযোগ হতে পারে । পদস্ত কর্মকর্তার সাথে অকারনে মতাণৈক্য দেখা দিতে চলেছে। প্রবাসীরা কর্মদাতার সাথে বিরোধে জড়িয়ে পরতে পারেন। পিতার সাথে কোনো কারনে ভুল বুঝাবুঝি হবার আশঙ্কা। বৈদেশিক প্রতিষ্ঠানে চাকরির সুযোগ আসবে।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) : ধর্মীয় ও আধ্যাত্মীক স্থানে বেড়াতে যেতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। বিশ্ব-বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। পিতার কোনো কথায় মনে আঘাত পাবেন। বিদেশে নাগরীকত্বর ক্ষেত্রে ভালো সুযোগ আসবে। কোনো শিক্ষকের সাহায্য পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারী) : মকর রাশির জাতক জাতিকার আইনগত জটিলতায় জড়ানোর আশঙ্কা প্রবল। কোনো বিষয়ে জরিমানা গুনতে হতে পারে। প্রিয়জনের সাথে মনমালিন্য হবে। রাস্তাঘাটে দূর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকুন। কোনো আত্মীয়কে দেখতে হাসপাতালে যেতে পারেন। ঔষধ বিক্রয় প্রতিনিধিদের ভালো আয়ের যোগ রয়েছে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারী -১৮ ফেব্রুয়ারী) : আপনার দিনটি ভালো যাবে না। জীবন সাথীর সাথে কোনো ঝামেলা দেখা দেবে। অংশীদারি ব্যবসায় বিরোধের সম্মূখীন হতে পারেন। ব্যবসায়ীদের পণ্য পরিবহণে কোনো ঝামেলা দেখা দেবে। যৌথ ব্যবসায় প্রতারনার শিকার হবেন। হটাৎ করে রাস্তার ফকির হওয়ার মতো দূর্ঘটনাও ঘটতে পারে। অনৈতি কাজের জন্য জরিমানা দিতে হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ) : শরীর স্বাস্থ্য ভালো যাবে না। হটাৎ করে সায়নোসাইটিসে কষ্ট পেতে পারেন। ব্যবসায়ীরা কর্মচারীদের অনুপস্থিতিতে কিছুটা ঝামেলায় পড়তে চলেছেন। ব্যবসায়ীক শত্রুতার সম্মূখীন হতে হবে। কর্মস্থলে কোনো প্রকার ঝামেলা দেখা দেবে। সহকর্মীদের সাথে মনোমালিন্য হবার আশঙ্কা। আজ কোনো বন্ধু বা সহকর্মীকে টাকা ধার দিলে তা ফেরত পাবেন না।

আরো সংবাদ