আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৪:৫৫

আসামে ব্রহ্মপুত্রে দুই নৌকার সংঘর্ষে ১ মৃত্যু, নিখোঁজ ৩০

ভারতের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদীতে অপর একটি জলযানের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী নৌকা উল্টে অন্তত একজনের মৃত্যু ও ৩০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, রাজ্যটির জোড়হাটের কাছে এ ঘটনার সময় যাত্রীবাহী ওই নৌকাটিতে ১২০ জন লোক ছিলেন।

এ পর্যন্ত ৪২ জনকে উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কিছু লোক সাঁতরে তীরে পৌঁছান।

নিখোঁজদের সন্ধানে একটি ব্যাপক উদ্ধার অভিযান শুরু করা হয়েছে, স্থানীয় লোকজনও নৌকা নিয়ে এতে যোগ দিয়েছেন। 

“স্থানীয়দের ও অন্যান্য দুর্যোগ মোকাবেলা বাহিনীর সহায়তায় আমরা বহু লোককে উদ্ধার করেছি,” বলেছেন জোড়হাটের পুলিশ সুপার অঙ্কুর জৈন। 

আমরা একটি মেয়েকেও উদ্ধার করেছিলাম, কিন্তু সে বাঁচেনি। এখন পর্যন্ত এই একজনের মৃত্যু নিশ্চিত হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা ৪২ জনকে উদ্ধার করেছি। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন।” 

উল্টে যাওয়া নৌকাটি জোড়হাট থেকে যাত্রী নিয়ে রওনা হয়েছিল, অপরদিক থেকে আসা আরেকটি নৌকার সঙ্গে এটির সংঘর্ষ হয়। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা ভিডিওতে সংঘর্ষের পর নৌকাটিকে উল্টে যেতে দেখা গেছে, এসময় কিছু লোক নদীতে ঝাঁপিয়ে পড়েন।

নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ‘সম্ভাব্য সব চেষ্টা করা হবে’ বলে এক টুইটে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

আরো সংবাদ