আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:০৯

ইয়াসের তাণ্ডব, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন কলকাতা টিভির সঞ্চালিকা, ক্যামেরাম্যান, ভেসে গেল গাড়ি

দীঘার  সমুদ্রতীরে  লাইভ সম্প্রচার করার সময় অল্পের জন্যে বুধবার বেঁচে যান কলকাতা টিভির সঞ্চালিকা সূচন্দ্রিমা দত্ত। কোনরকমে প্রাণে বাঁচেন গাড়ির ড্রাইভার চন্দু এবং সঙ্গী ক্যামেরাম্যান। লাইভ সম্প্রচার চলার সময়ই পাহাড় প্রমাণ একটি ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যায় তিনজনকেই। অন্য চ্যানেলের সাংবাদিকদের চেষ্টায় কোনরকমে প্রাণে বাঁচেন সূচন্দ্রিমা ও সঙ্গীরা। ইয়াস-এর প্রতিক্রিয়া কভার করতে তাঁরা দীঘায় এসেছিলেন। দীঘায় আচম্বিতে এই জলোচ্ছ্বাসে বিপন্ন হন সবাই। সৈকতাবাসে আটকে পড়েন তৃণমূল বিধায়ক ও মন্ত্রী অখিল গিরি ও কয়েকজন সাংবাদিক। প্রচুর গাড়ি ঢেউয়ে ভেসে যায়।    

আরো সংবাদ