আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:৪৫

কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি সাগর, সম্পাদক ডাবলু

কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আল-মামুন সাগর সভাপতি এবং আনিসুজ্জামান ডাবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কুষ্টিয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী দুই বছর প্রেস ক্লাবের নেতৃত্ব দিবেন তারা।

এর আগে শনিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ১০৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং অফিসার মো. আব্দুল আলিম।

নির্বাচনে সভাপতি আল-মামুন সাগর ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী মাহবুব রহমান পেয়েছেন ৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে আনিসুজ্জামান ডাবলু ৫৫ ভোট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মজিবুল শেখ পেয়েছেন ৪৮ ভোট।

এছাড়া সহ-সভাপতি দুটি পদে নুরুন্নবী বাবু ও গোলাম মওলা নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবু মনি জুবায়েদ রিপন ৫৭ ভোট ও পিএম সিরাজুল ইসলাম ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে এম লিটন-উজ-জামান ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দফতর সম্পাদক পদে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাহিদ হাসান তিতাস।

এচাড়া প্রচার ও প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌহিদী হাসান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে নিজাম উদ্দিন নির্বাচিত হয়েছেন।

কার্যকরী কমিটির ৯টি নির্বাহী সদস্য পদে আবদুর রশীদ চৌধুরী, জহুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক বাচ্চু, চৌধুরী মুরশেদ আলম মধু, হাসান আলী, আহসান আলী বিশ্বাস, ইব্রাহীম হোসেন মিরাজ, দেলোয়ার মানিক, শামসুন্নাহার নির্বাচিত হয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত