আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:০১

কোটচাঁদপুরে বসত বাড়ি থেকে ২’শ ৪৮ রাউন্ড গুলি উদ্ধার

কোটচাঁদপুর থানা পুলিশ পৌর এলাকার সলেমানপুর দাশ পাড়ার একটি বাড়ি থেকে ২’শ ৪৮ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে।

গত শনিবার রাতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিনের বাড়ি থেকে অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলামের নের্তৃত্বে এ গুলি উদ্ধার করা হয়।

থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল মান্নান জানান, প্রয়াত মুক্তিযোদ্ধার ছেলে উজ্জ্বল (৪০) কিছু দিন আগে নিজেদের জমিতে চাষাবাদ করতে গিয়ে মরিচা পড়া পরিত্যাক্ত গুলি দেখতে পায়। পরে সে গুলি গুলো নিজ বাড়িতে নিয়ে রাখে।

গত শনিবার বিষয়টি সে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ওই রাতেই তার বাড়ি থেকে ২’শ ৪৮ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে। পুলিশের ধারনা মুক্তিযোদ্ধা চলাকালিন সময় মুক্তিযোদ্ধারা ওই স্থানে গুলিগুলো মজুদ করে রাখছিলেন।

এখানে আরো আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ থাকতে পারে এমন আশংকায় রবিবার বিকালে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসেন ও অনুসন্ধান চালান।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মীর্জা শরিফ বলেন, এখানে মেটাল জাতীয় কিছু থাকতে পারে। রবিবার রাত ৮ টার দিকে অনুসন্ধান কাজ স্থগিত করা হয়। আগামীকাল সকালে পূনরায় ওই স্থানে অনুসন্ধানের কাজ শুরু করা হবে। বর্তমানে স্থানীয় থানা পুলিশ ওই স্থানটিকে ঘিরে রেখেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত