আজ - শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১১:১১

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুট গুদামে লাগা আগুন রাত ১০টা ৫৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সোয়া ১১টায় আগুন ডাম্পিংয়ের কাজ চলছিল।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে কাশিমপুর, জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত