আজ - মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:৫৩

গুড় কিনতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

চুয়াডাঙ্গায় গুড় কিনতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। ভ্যানগাড়ি থেকে গৃহবধূকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পালাক্রমে তিন ঘণ্টা ধর্ষণের পর গৃহবধূকে তার বাড়িতে দিয়ে যায় ধর্ষকেরা। গত ২৫ ডিসেম্বর রাতে চুয়াডাঙ্গা পৌরসভার নীলামোড়ে এই ঘটনা ঘটে। ভিকটিম গতকাল সোমবার (২৭ ডিসেম্বর) রাতে ৩ জনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমিরদিয়া গ্রামের রুবেল হোসেন (৩২), একই গ্রামের নাজিম হোসেন (৩০)। এছাড়া বিল্লাল হোসেন নামে একজন পলাতক রয়েছে।

পুলিশ জানায়, গত ২৫ ডিসেম্বর খেজুরের গুড় কিনতে জনৈক আব্দুল আলীমের বাড়ি যান ওই গৃহবধূ। রাত ৮ টার দিকে ভ্যানগাড়িতে চড়ে বাড়ি ফেরার সময় অভিযুক্ত তিনজন মোটরসাইকেল করে এসে ভ্যানগাড়ির গতিরোধ করে। পরে গৃহবধূকে তুলে নেয় তারা। এই সময় ওই ভ্যানচালক বাঁধা দিলে তাকেও মারধর করে অভিযুক্তরা।

অভিযুক্তরা গৃহবধূকে পৌর এলাকার বুজরুকগড়গড়ি সড়কের ইটভাটার পাশে আম বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। রাত ১২ টার দিকে ওই গৃহবধূকে তার বাড়িতে দিয়ে যায় অভিযুক্তরা। লোকলজ্জার ভয়ে দুইদিন চুপ থাকার পর সোমবার রাতে ওই তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূ। পুলিশ রাতে অভিযান চালিয়ে শহরের পৃথক দুটি স্থান থেকে দুই জনকে আটক করে। এ মামলায় তাদের গ্রেফতার দেখায়। পলাতক বিল্লাল হোসেনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ধর্ষণের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হয়। অন্য পালাতক আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারে দুই আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত