আজ - শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৮:০৪

চোরাই গরু ও ট্রাক সহ বাঘারপাড়ায় গরু চোর আটক।

যশোরের বাঘারপাড়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় ৩ চোর পালিয়ে যায়। তবে তাদের গাড়ির ধাক্কায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বাঘারপাড়া থানার ওসির ব্যবহৃত গাড়ি। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। চোরদের কাছ থেকে একটি ট্রাক (নাম্বার প্লেট বিহীন) একটি মৃত্যু গাভী ও একটি বাছুর উদ্ধার করা হয়েছে। আটক চোর খুলনা জেলার আড়ংঘাটা গ্রামের আজিত গাজীর ছেলে হাসান গাজী।

স্থানীয়দের বরাত দিয়ে যশোরের বাঘারপাড়া থানার পুলিশ জানায়,বৃহস্পতিবার রাতে রায়পুরের ভদ্রডাঙ্গা মাঠে পুলিশের টহল চলছিলো। এর মধ্যে একটি ট্রাক দ্রুতগতিতে যাচ্ছিল। তা দেখে টহলরত পুলিশের সন্দেহ হয়। ট্রাকটি থামতে বলা হলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহলরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে। অন্যদিকে অফিসার ইনচার্জের নেতৃত্বে আরেকটি টিম গাড়িটি গতিরোধ করার চেষ্টা করে। ইনচার্জের ব্যবহৃত গাড়িটি দিয়ে রায়পুর ফাঁকা মাঠের ব্রিজের কাছে ব্যারিকেড দিলে চোরাই গরুসহ ট্রাকটি অফিসার ইনচার্জ এর ব্যবহৃত ডাবলকেবিন গাড়িটিকে ধাক্কা দেয়। এসময় গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। ট্রাক ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় চোর চক্রের সদস্য ও গাড়ীর ড্রাইভারকে আটক করা হয়। বাকি চোরেরা পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়,তারা সবাই আন্তঃজেলা চোর চক্রের সদস্য। গাভীটি দড়ি দিয়ে শক্ত করে বাঁধার কারনে মারা যায়। পরে যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের সলেমান মোড়লের ছেলে সোহাগ হোসেনের গরুর মালিক চিহ্নিত করে তার হাতে গাভীর বাছুর হস্তান্তর করা হয়।

এ বিষয়ে থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, চোরেরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। আটককৃত হাসান গাজীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫/৬টি মামলা রয়েছে। এ বাঘারপাড়া থানায় মামলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত