আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৫৫

ঝিনাইদহ পালিতে চুবিয়ে শিশুকে হত্যার অভিযোগ।

ঝিনাইদহে সাফওয়ান নামে ৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার পৌর এলাকার দরিগোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সাফওয়ান পৌর এলাকার দরিগোবিন্দপুর গ্রামের জাম্মিন হোসেন সবুজের ছেলে। সে পার্শ্ববর্তী শিকারপুর ফাতেমা মিজান হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

সাফওয়ানের দাদা আবু বক্কর মালিথা জানান, আসরের নামাজের সময় সাফওয়ানকে তারই মাদ্রাসার বড় ভাই সোহান ডেকে নিয়ে যায়। তিনি নামাজ শেষ করে বাড়িতে এসে জানতে পারেন সাফওয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী গ্রাম শিকারপুর এলাকার একটি পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।

মালিথা বলেন, সোহানসহ বেশ কয়েকজন সাফওয়ানকে প্রায়ই ভয়ভীতি দেখাত। সোহানকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে।গ্রামবাসীরা জানান, সোহান তাদের কাছে স্বীকার করেছে যে সে সাফওয়ানকে পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। তবে কেন তাকে হত্যা করেছে সেটি জানতে পারিনি।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রামবাসীর হাতে আটক শিকারপুর গ্রামের মৃত ইসলামের পুত্র সোহানকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত