
মহেশপুরের সামন্তা সীমান্তের নিশ্চিন্তপুর গ্রামের একটি পাট ক্ষেতের পাশ থেকে ১টি বিদেশি পিস্তল (ইউএসএ) দুটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, মঙ্গলবার রাতে সামন্তা বিজিবি ক্যাম্পের সদস্যরা সামন্তা সীমান্তের নিশ্চিন্তপুর গ্রামের জুলুমিয়ার পাট ক্ষেতের পাশ থেকে সামন্তা বিজিবি ক্যাম্পের সদস্যরা একটি বিদেশী পিস্তল (ইউএসএ) দুটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্র,ম্যাগজিন ও গুলি মহেশপুর থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানান ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান।