
পড়া মুখস্থ বলতে না পারায় আবু শামস নাইম (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক আবু জাফরকে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার ভোরে কালীগঞ্জ বারোবাজার এলাকার তালিমুল কোরান ক্যাডেট মাদরাসার এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর পিতা উপজেলার বেলাট গ্রামের আহসান হাবিব জানান, তার ছেলে নাইম ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। ওইদিন মাদরাসার শিক্ষক আবু জাফর নাইমকে পাঠ্য বইয়ের পড়া মুুখস্থ বলতে বলেন। কিন্তু পড়া বলতে না পারায় তাকে বেত দিয়ে বেধড়ক মারধর করেন। ঘটনাটি জানার পর তিনি ছেলেকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। আহসান হাবিব বলেন, শিক্ষকের বেত্রাঘাতে তার ছেলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় বারবাজার পুলিশ ফাঁড়ির আইসি জাকারিয়া মাসুদ ওই মাদরাসা শিক্ষক আবু জাফরকে আটক করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ছাত্রকে মারপিটের ঘটনাটি দুঃখজনক। একটি অভিযোগ পেয়েছেন। পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করেছে।