টেকনাফে এক ব্যবসায়ীকে অপহরণের পর ১৭ লাখ টাকা মুক্তিপণ নেওয়ার অভিযোগে কক্সবাজার গোয়েন্দা পুলিশের ৬ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এসময় উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকেও।
অপহরণের পর রাতভর তার উপর নানা ধরেন নির্যাতন চালানো হয়েছে বলেও জানান তিনি।
‘সেখানে একটি বাড়িতে জিম্মি করে রেখে রাতভর আমাকে নানাভাবে নির্যাতন করে; পরে রাত আড়াইটার দিকে আমাকে মাইক্রোবাসে করে মেরিন ড্রাইভে নিয়ে গিয়ে ‘ক্রসফায়ারে’ মেরে ফেলার হুমকি দেয় তারা,’ বলেন গফুর।
গফুরের পরিবারের লোকজন মেরিন ড্রাইভ সড়কের মহেশখালিয়া পাড়ায় গিয়ে ডিবি পুলিশকে টাকা দিলে তিনি ছাড়া পান বলেও জানান।
উদ্ধারকৃত ১৭ লাখ টাকা ওই ব্যবসায়ীকে ফেরত দিয়ে আটক ছয়জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সেনা কর্মকর্তা নাজিম বলেন, বুধবার ভোরে কক্সবাজারের দিকে যাওয়ার পথে ডিবির সদস্যদের বহনকারী মাইক্রোবাসটি সেনাবাহিনী তল্লাশি চৌকিতে আটক করে তল্লাশি চালানো হলে সেখানে ১৭ লাখ টাকা পাওয়া য়ায়।
‘এ সময় ডিবি পুলিশের এসআই মনিরুজ্জামান পালিয়ে গেলেও ছয় জনকে আটক করা হয়,’ বলে জানান তিনি।
পরে আটককৃতদের কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপারে মো. আফরুজুল হক টুটুলের কাছে হস্তান্তর করে ১৭ লাখ টাকা ওই ব্যবসায়ীকে ফেরত দেওয়া হয়।
টুটুল বলেন, আটককৃত ডিবির ছয়জন এবং পালিয়ে যাওয়া এসআই মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করা চলছে বলে জানায় কর্তৃপক্ষ।