আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:১৫

ডেনমার্কের রাজকুমারী মেরি ঢাকায়

ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ ডোনাল্ডসন তিন দিনের সফরে আজ সকালে ঢাকা এসে পৌঁছেছেন। তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনগণের সঙ্গে মত বিনিময় করবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ডেনমার্কের রাজ কুমারীকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।
রাজকুমারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন এবং দু’দেশের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি প্রত্যক্ষ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও রাজকুমারী মেরির সঙ্গে বৈঠক করবেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠকের পর রাজকুমারী আজ বিকেলে কক্সবাজার যাবেন।
মঙ্গলবার রাজকুমারী বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন এবং এবং রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের সঙ্গে সরাসরি আলোচনা করবেন। এ ছাড়া তিনি স্থানীয়দের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে সরাসরি মত বিনিময় করবেন।
বুধবার রাজকুমারী কক্সবাজার থেকে হেলিকপ্টারযোগে সাতক্ষীরা যাবেন এবং সুন্দরবন অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।
রাজকুমারী মেরি জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুলতলী গ্রামের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন এবং পায়ে হেঁটে একটি সাইক্লোন শেল্টার ও উপকুলীয় বাঁধ পরিদর্শন করবেন।
তিনি জীববৈচিত্র এবং সুন্দরবন অঞ্চলে লবনাক্ত পানি প্রবেশের বিষয় নিয়ে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
রাজকুমারী মেরি বুধবার রাতে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করবেন।

আরো সংবাদ