আজ - মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৬:৪৮

দায়িত্ব গ্রহণ করছেন যশোরের নতুন এসপি মঈনুল।

যশোর: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভারতীয় সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ জেলা যশোরের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মঈনুল হক।

সোমবার (২০ আগস্ট) বিকেলে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন শিকদারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন শুভ, সকল সার্কেলের সহকারি পুলিশ সুপার, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মনিরুজ্জামান, কোতোয়ালি মডেল থানার ওসি অপূর্ব হাসানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ২০তম ব্যাচে পুলিশে যোগদানকারী মঈনুল হক এর আগে ‘প্রাচ্যের ড্যান্ডি’ খ্যাত নারায়ণগঞ্জ জেলায় এবং ময়মনসিংহ জেলায় এসপি পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

নারায়ণগঞ্জে দায়িত্বপালনকালে গত ১২ আগস্ট ঢাকা রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ এসপি হিসেবে পুরস্কৃত হয়েছিলেন যশোরের নবাগত এসপি মঈনুল হক।

এর আগে, গত ০১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হককে যশোরে এবং যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানকে নারায়ণগঞ্জে বদলির আদেশ দেয়। পরে গত ১৯ আগস্ট যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদারের কাছে দায়িত্ব হস্তান্তর করে যশোর ত্যাগ করেন এসপি আনিসুর রহমান।

এদিকে, নতুন পুলিশ সুপারের যোগদান নিয়ে জেলার রাজনৈতিক-সামাজিকসহ সকল পেশাজীবী শ্রেণীর মানুষের মধ্যে নানা ধরণের আলোচনা-বিশ্লেষণ চলছে। সীমান্তবর্তী জেলা যশোরে চোরাচালান, মাদক, অস্ত্র ব্যবসা, জুয়ার আসরসহ সরকার বিরোধী কর্মকাণ্ডে নতুন এসপির অবস্থান জানতে চলছে বিভিন্ন আলোচনা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত