আজ - শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১১:৩৮

দেশে পৌঁছেছে নাবিক হাদিসুরের মরদেহ; জানাজা কাল

ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত ‘এম ভি বাংলা’র সমৃদ্ধি জাহাজের নাবিক থার্ড ইঞ্জিনিয়ার (তৃতীয় প্রকৌশলী) মো. হাদিসুর রহমানের মরদেহ ঢাকায় পৌঁছেছে।
আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজ সোমবার দুপুর ১২টা ৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুখারেস্ট থেকে  তার্কিশ এয়ারলাইসন (টিকে-৭২২) একটি ভাড়া করা ফ্লাইটে হাদিসুরের মরদেহ ঢাকায় এসে পৌঁছে।
হাদিসুরের মরদেহ নিতে ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স, চাচাতো ভাই সোহাগ হাওলাদার, খালা শিরীন আক্তার মমতাজ ও বরগুনা ২ আসনের সংসদ সদস্য সরকার হাসানুর রহমান রিমন ঢাকা  বিমানবন্দরে উপস্থিত হন।
এরপর বিমানবন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা ১০ মিনিটের দিকে হাদিসুর রহমানের মরদেহ ফ্রিজার ভ্যানে করে বরগুনার বেতাগীতে উদ্দেশ্যে তার স্বজনরা রওনা দিয়েছে।
হাদিসুরের চাচা মো. হারুনুর রশিদ বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, কাল মঙ্গলবার সকাল ১০ টায় বেতাগীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত