আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৮:২৭

নববর্ষ উপলক্ষে ১৬শ’ বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

মিয়ানমারের জান্তা সরকার বৌদ্ধ নববর্ষ উপলক্ষে দেশটির বিভিন্ন কারাগার থেকে এক হাজার ৬শ’ বন্দীকে মুক্তি দেবে।
সাধারণ ক্ষমার আওতায় রোববার এসব বন্দীকে মুক্তি দেয়া হচ্ছে। তবে এসব বন্দী জান্তা বিরাধী বিক্ষোভকারী নাকি সাধারণ আসামী তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
রাষ্ট্রীয় টেলিভিশনে রোববার সকালে বলা  হয়, প্রায় এক হাজার ৬১৯ বন্দীকে ক্ষমা করা হয়েছে। এদের মুক্তি দেয়া হবে। ক্ষমা পাওয়া এসব বন্দীর মধ্যে ৪২ জন বিদেশীও রয়েছে।
উল্লেখ্য, গত বছর অং সান সুকির সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দক্ষিণ পূর্ব এশিয়ার এ দেশটিতে অসন্তোষ চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত