আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৫:৩৩

নেত্রকোনায় ট্রলার ডুবি; ৯ জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় কমলাকান্দায় গুমাই নদীতে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে ধর্মপাশা থানার ছাকুরাকোণা এলাকায় এই ট্রলারডুবির ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রীর কারণে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ট্রলার ডুবির পর নিখোঁজ যাত্রীদের মধ্যে এ পর্যন্ত নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে নিখোঁজ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।

জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

আরো সংবাদ