আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৮:০৯

পতাকা ওড়ানোয় পাকিস্তান দলের বিরুদ্ধে মামলা

পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম ও কোচ সাকলাইন মোশতাকসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বাংলাদেশে অনুশীলনের সময় পাকিস্তানের জাতীয় পতাকা ওড়ানোর অভিযোগে মামলার এই আবেদন করা হয়।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিকের আদালতে আবেদনটি করেন মুক্তিযুদ্ধ মঞ্চ। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মো. মাহবুবুল হক।

মামলায় আরও যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে- মনসুর রানা, শাদাব খান, ফখর জামান, আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতেকার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহনেওয়াজ দাহানি, ওসমান কাদির ও শহীদ আসলাম।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত