আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৯:৩৭

প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন প্রেসিডেন্ট!

করোনায় আক্রান্ত হয়েও কাচঘেরা ঘরের ভেতর বসে দায়িত্ব পালন করলেন চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলোস জেমান। কাচঘেরা বাক্সে বসে প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন প্রেসিডেন্ট!

প্লেক্সিগ্লাসের ভেতর বসে তিনি বিরোধীদলীয় নেতা পেট্র ফিয়ালাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন। রোববার (২৮ নভেম্বর) এসব জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, সব প্রক্টেটিভ গিয়ার পরে হুইলচেয়ারে বসে এসেছিলেন প্রেসিডেন্ট জেমান। তিনি অন্যান্য সমস্যার জন্য আইসিইউতে থাকার সময় গত সপ্তাহে কোভিড আক্রান্ত হন। এরপর থেকে তার করোনার চিকিৎসা চলছে।

জানা যায়, ৭৭ বছর বয়সী এই প্রেসিডেন্ট প্রচণ্ড ধূমপান এবং মদপান করেন। তিনি ডায়াবেটিসেও ভুগছেন এবং হুইলচেয়ার ব্যবহার করেন। তিনি অনেকদিন ধরেই নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। চেক প্রজাতন্ত্রে প্রেসিডেন্ট পদটি আলঙ্কারিক তবে সরকার গঠনের সময় তিনি আলোচনায় নেতৃত্ব দেন।

পেট্র ফিয়ালা চেক প্রজাতন্ত্রের পাঁচটি মধ্য ও মধ্য ডানপন্থি দলের একটি ব্লকের নেতৃত্বে রয়েছেন। গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে এই ব্লকটি জয়লাভ করে। নবনিযুক্ত প্রধানমন্ত্রী ফিয়ালা আগামী মাসের মাঝামাঝি সময়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদ