আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:৪৮

ফাইনালে ওঠার লড়াইয়ে লিড নিলো বাংলাদেশ

হারলে বিদায়, ড্র করলেও চলবে না; ফাইনালের টিকিট পেতে চাই শুধুই জয়। এমন কঠিন সমীকরণ মাথায় রেখে বাঁচা-মরার লড়াইয়ে শুরুতেই এগিয়ে গেলো বাংলাদেশ দল।

নেপালের বিপক্ষে লিগপর্বের নিজেদের শেষ ম্যাচে অষ্টম মিনিটে গোলটি করেছেন সাত নম্বর জার্সিধারী সুমন রেজা। ডি বক্সের বাঁ দিক থেকে অধিনায়ক জামাল ভূঁইয়ার ফ্রি কিক প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে চলে আসে সুমন রেজার সামনে।

খালি জায়গায় থাকা ফরোয়ার্ড সুমন নিখুঁত হেডারে জালের ঠিকানা খুঁজে নিতে ভুল করেননি। বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত একটি শট নিয়ে সেটিতেই গোল আদায় করে নিয়েছে লাল সবুজ জার্সিধারীরা।

আরো সংবাদ