আজ - শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:১৩

ফুপুর বা‌ড়ি বেড়া‌তে গিয়ে পুকু‌রে ডুবে ২ বো‌নের মৃত্যু

ঈ‌দের ছু‌টি‌তে ঢাকা থে‌কে ফুপুর বা‌ড়ি বেড়া‌তে গিয়ে পুকু‌রে ডু‌বে দুই বো‌নের মৃত‌্যু হ‌য়েছে। শ‌নিবার বিকেলে গৌরনদীর হ‌রি‌সেনা গ্রামে ফুপুর বাড়ির পুকু‌রে নি‌খোঁজের পর রাত ৯টায় তা‌দের মরদেহ উদ্ধার করা হয়। 

মৃতরা হলো- আফসানা (১২) ও জান্নাত (৭)। 

গৌরনদী থানার উপ প‌রিদর্শক অ‌হিদুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, ঈ‌দের ছু‌টি‌তে ঢাকা থে‌কে তিনদিন আগে গৌরনদী‌তে দাদার বা‌ড়ি বেড়া‌তে আ‌সে তারা। সেখান থে‌কে হ‌রি‌সেনার ফুপু আ‌মেনা বেগ‌মের বা‌ড়ি‌তে বেড়াতে যান। শনিবার বিকেলে পুকু‌রে গোসল কর‌তে নে‌মে নি‌খোঁজ হয় ওই দুই   বোন। 

এরপর অনেক খোঁজাখুঁজির পর রাত ৯টায় দুই বোনের মরদেহ উদ্ধার করা হয় ব‌লে জানান গৌরনদী পু‌লি‌শের উপ পরিদর্শক অহিদুল ইসলাম। 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত