আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৬:৫৫

বাংলাদেশ দলে ৩ পরিবর্তন, একাদশে সাব্বির

প্রথম ম্যাচে হারের ফলে দল চলে গেছে খাদের কিনারে। হারলেই বিদায় নিতে হবে এশিয়া কাপ থেকে। এমন সমীকরণের সামনে থেকে দলে বড় পরিবর্তনই এনেছে বাংলাদেশ। প্রায় তিন বছর পর সাব্বির রহমান ফিরেছেন বাংলাদেশ দলে।

দুই ওপেনার নাঈম শেখ-এনামুল হক বিজয়, আর পেসার সাইফউদ্দিন জায়গা হারিয়েছেন দল থেকে। তাদের জায়গায় দলে এসেছেন সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ আর এবাদত হোসেন।

প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বড় হারের কবলে পড়েছিল শ্রীলঙ্কাও। ফলে এই ম্যাচটা তাদের জন্যেও বাঁচা মরার লড়াই।

এমন ম্যাচে অবশ্য লঙ্কানরা দলে এনেছে কেবল একটি পরিবর্তন। আসিথা ফার্নান্দোর অভিষেক হচ্ছে এই ম্যাচ দিয়ে। তিনি দলে এসেছেন প্রথম ম্যাচে খেলা মাথিসা পাথিরানার বদলে।

শ্রীলঙ্কা একাদশ: কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দিলশান মধুশাঙ্কা।

বাংলাদেশ একাদশ: সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত