আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:২৩

বাংলাদেশ ২০৩৫ সালে হবে ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ: প্রধানমন্ত্রী

চলমান অর্থনৈতিক বিকাশ অব্যাহত থাকলে ২০৩৫ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

আজ বুধবার  ২০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান।

ব্রিটেনের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনোমিক্স এন্ড বিজনেস রিচার্স এর ওয়ার্ল্ড ইকোনোমিক লিগ টেবল ২০২১ অনুযায়ী এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এই রিপোর্টে মূলত আগামী ১৫ বছরে বিশ্বের কোন দেশের অর্থনীতি কি হারে বাড়বে তারই পূর্বাভাস দেওয়া হয়েছে।

২০২০ সালের সূচক অনুযায়ী বাংলাদেশ এখন বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ। এবছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ২৪ শতাংশ। দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবৃদ্ধি ছিল ২০১৯ সালে।  যা ছিল ৮দশমিক ১৫ শতাংশ।

আরো সংবাদ