আজ - মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ২:১০

বাগেরহাটে ৫ম শ্রেণিতে ফাঁস হওয়া প্রশ্নপত্রে মডেল টেস্ট

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে পঞ্চম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার একদিন আগেই ফাঁস হয়েছে। শনিবার ও রোববার দুইদিন ধরে ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা চললেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
অসাধু শিক্ষা কর্মকর্তা এবং প্রাইভেট কোচিং বাণিজ্যকারী স্কুলশিক্ষকরা এ প্রশ্নপত্র ফাঁস করেছে।
প্রশ্ন ফাঁসের বিষয়ে বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক সমাদ্দার মুঠোফোনে বলেন, পঞ্চম শ্রেণির মডেল টেস্টের প্রশ্নপত্র জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তৈরি করে জেলার সকল পরীক্ষার কেন্দ্রভিত্তিক সিলগালা করে দেওয়া হয়েছে। শনিবার সকালে পরীক্ষার আগ মুহূর্তে প্রতিটা কেন্দ্রে ওই প্রশ্নপত্র পরীক্ষার্থীদের মাঝে সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু বাগেরহাট জেলা সদরে এ প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। তবে এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সে জন্য সকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দেওয়া হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত