আজ - শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ২:২২

বাঘারপাড়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত।

যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় আল-আমিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ এপ্রিল) উপজেলার চাড়াভিটা এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন উপজেলার সদরের দোহাকুলা বীরডাঙ্গাপাড়ার ফরিদুল কবিরের ছেলে। বাঘারপাড়া ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঈদের নামাজ শেষে আল-আমিন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। বেলা ১১টার দিকে বড়ভাই ইমনকে ছাতিয়ানতলা বাজারে রেখে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চাড়াভিটা এলাকায় ইটভাটার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আল-আমিন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিকেল পাঁচটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুভাষিশ রায় জানান, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত