আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪২

ভারতে পঙ্গপালের হানা

আন্তর্জাতিক ডেস্ক।। প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের মধ্যেই পঙ্গপাল হানা দিয়েছে ভারতে। জয়পুর, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে তাণ্ডব চালিয়ে পতঙ্গের পাল প্রবেশ করেছে মহারাষ্ট্রে। সতর্কতা জারি করা হয়েছে মাথুরা ও দিল্লিতে।

মহারাষ্ট্রের অমরাবতী জেলা দিয়ে প্রবেশ করে ৫ গ্রামের ফসল এরই মধ্যে ক্ষতিগ্রস্থ করেছে বলে জানিয়েছে রাজ্য সরকার। এর আগে রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ হানা দেয় পঙ্গপাল। এই পতঙ্গ নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আগাম সতর্কতা জারি করা হয়েছে জেলাগুলোতে।

ক্ষেতে ও ফসলের মধ্যে রাসায়নিক স্প্রে করার জন্য একটি বিশেষ দলের ব্যবস্থা করেছে তারা।

এদিকে পঙ্গপালের আক্রমণ ভারতের কৃষিখাতে ভয়াবহ ক্ষতি করবে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

পঙ্গপাল গড়ে ৯০ দিন জীবিত থাকে। মরু পঙ্গপালের ঝাঁক দিনে ১৫০ কি.মি. পর্যন্ত যেতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, পূর্ব আফ্রিকা, দক্ষিণ-পশ্চিম এশিয়া এবং লোহিত সাগর সংলগ্ন এলাকায় অনুকূল আবহাওয়ার জেরেই পঙ্গপালের বিপুল প্রজনন ঘটেছে। আর সেই ধাক্কাই এখন সামলাতে হচ্ছে ভারতের অন্তত পাঁচ রাজ্যকে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত