আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:৪৮

ভ্যাকসিন সংকট কাটবে দ্রুত

ভ্যাকসিন নিয়ে নানা জল্পনা কল্পনা দ্রুতই কেটে যাওয়ার সম্ভবণা দেখছেন সংশ্লিষ্টরা। সরকারের প্রত্যাশা, আগামী আগস্ট মাস থেকে দেশে গণটিকা কার্যক্রম শুরু করা যাবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি মাসের (জুলাই) ৫ বা ৬ তারিখে কোভ্যাক্সের অধীনে যুক্তরাষ্ট্রের মডার্নার আড়াই মিলিয়ন (২৫ লাখ) ভ্যাকসিনের ১ মিলিয়ন (১০ লাখ) ডোজ দেশে এসে পৌঁছবে। অন্যদিকে চীনা সিনোফার্মের সাথে করা চুক্তির দেড় কোটি ভ্যাকসিনের মধ্যে প্রথম চালানে ২০ লাখ ডোজ টিকাও এই সময়ের মধ্যেই হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর এবং ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান। সিনোফার্মের অবশিষ্ট ১ কোটি ৩০ লাখ ডোজও এ মাসের মধ্যেই পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ