আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:৪৬

মানহানির মামলায় তারেক রহমানের ২ বছরের কারাদণ্ড

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচি ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার ঘটনায় নড়াইলে হওয়া মানহানির এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নড়াইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আমাতুল মোর্শেদা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আসামি পলাতক থাকায় যেদিন তিনি গ্রেপ্তার বা আদালতে স্বেচ্ছায় হাজির হবেন সেদিন থেকে এ রায় কার্যকর হবে বলে আদেশ দেন আদালত। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর তারেক রহমান ইষ্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংক ওয়েট হলে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। বক্তব্যটি মানহানিকর ও মহান মুক্তিযুদ্ধের  ইতিহাস বিকৃত অপচেষ্টার শামিল।

মামলার বাদী কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও আওয়ামী লীগের কর্মী কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকার শাহজাহান বিশ্বাস। তিনি আদালতে ২০১৪ সালের ২৪ ডিসেম্বর মামলাটি করেন।

মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক ও অতিরিক্ত পিপি সঞ্জিব কুমার বসু বলেন, রায়ে জেলা আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণ সন্তুষ্ট হয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত