আজ - বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৫৬

মাশরাফির বলেই ঘটেছিল ক্রিকেট ইতিহাসের অদ্বিতীয় ঘটনাটি

মাশরাফি বিন মুর্তজা ঘটনাটা মনে করতে পারেন কিনা, কে জানে! মনে করতে না পারলেও সমস্যা নেই। অসাধারণ এক ঘটনার সঙ্গে তাঁর নাম জড়িয়ে গেছে আজ থেকে ১৪ বছর আগে। সেটি এমন একটা ঘটনা, ক্রিকেট ইতিহাসে যার নজির আর নেই।

মাশরাফির বলেই ইতিহাস তৈরি হয়েছিল সেদিন

ক্রিকেটে বাবা-ছেলের গল্প কম নেই। বিখ্যাত বাবার পথ অনুসরণ করে অনেকেই ক্রিকেটে এসেছেন। কেউ কেউ বাবার নাম রাখতে পেরেছেন, কিংবা নিজের যোগ্যতা দিয়েই বাবার কীর্তিকেও ছাড়িয়ে গেছেন। বাবার খ্যাতির বিড়ম্বনায় ছেলের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার ইতিহাসও আছে। আবার আছে ক্রিকেটার বাবাকে অনুকরণ না করে পুরোপুরি ভিন্ন পেশায় বিখ্যাত হওয়ার কাহিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত